করোনা হেল্প সেন্টার উদ্বোধন করলো জামালপুর জেলা বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর জেলা শাখার উদ্যোগে জেলায় কোভিড-১৯ আক্রান্ত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে করোনা হেল্প সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় জামালপুর জেলা শহরের স্টেশনরোডে বিএনপি’র দলীয় কার্যালয়ে এক ভার্চুয়াল আলোচনা সভায় এই হেল্প সেন্টার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো: ওয়ারেস আলী মামুন।

উদ্বোধনকৃত করোনা হেল্প সেন্টারে প্রাথমিক অবস্থায় ৪টি অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ রয়েছে করোনায় আক্রান্ত রোগীদের জন্য প্রয়োজনীয় ঔষধপত্র।

হেল্প সেন্টার সম্পর্কে জেলা বিএনপি’র বিশেষ সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব রুহুল আমীন মিলন বলেন, প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার সহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম আরো বাড়ানো হতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপি সহ অংঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।