গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রী খাতিজা বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মাইদুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে সিনিয়র জেলা দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাইদুল ইসলামের বাড়ি গাইবান্ধা জেলার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহম্মেদ জানান, ২০০৬ সালে মাইদুল ইসলামের সঙ্গে খাতিজা আক্তারের বিয়ে হয়। দীর্ঘ ৯ বছর সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে হয়। পরে ২০১৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের দুই বছর পর ২০১৭ সালে আবার তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তখন থেকেই মাইদুল ইসলাম গোবিন্দগঞ্জের ফুলহার গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করা শুরু করেন। শ্বশুরবাড়িতে থাকাকালীন প্রায়ই তাদের দাম্পত্য কলহ লেগে থাকত। একপর্যায়ে ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি রাতে মাইদুল খাতিজাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। পরদিন খাতিজার বাবা গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

এই মামলার দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালত আসামি মাইদুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।