গাজীপুরে ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণে নিহত ২
 
            
                     
                        
       		গাজীপুরের টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানার হিট চেম্বারে বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী বিসিক এলাকায় ন্যাশনাল ফ্যান ফ্যাক্টরির দোতলায় স্থাপিত হিট চেম্বারে বিস্ফোরণের ঘটনায় আগুন ধরে যায়। এ সময় কারখানার ২৫ শ্রমিক দগ্ধ ও আহত হন। আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং আহত অপর দগ্ধ আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করেন। এ ছাড়া অন্যদের টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস টঙ্গীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধারকাজে অংশ নেয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
 
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন





 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	