গাজীপুরে হেফাজত-পুলিশের মধ্যে সংঘর্ষ; মামলা ২৮১ জনের বিরুদ্ধে

গাজীপুরে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ২৮১ জন হেফাজতে ইসলামের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার রাতে বাসন থানার এস আই কামরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত পরিচয় আরও ২০০/২৫০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২১ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি মো: কামরুল ফারুক জানান, পুলিশের কাজে বাধা ও দাঙ্গা করার অপরাধে এ মামলা করা হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় ৮ পুলিশ সদস্য আহত হন বলে তিনি জানান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরদের শনিবার দুপুরে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়। পরে আদালত আসামিদের কারাগারে পাঠানের আদেশ দেন। মামলার অন্যান্য আসামিরা পলাতক রয়েছে। হেফাজতের দাবি, পুলিশের লাঠি চার্জ ও রাবার বুলেট ছোড়ার ফলে ১৫ জন হেফাজত সমর্থক আহত হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন