চট্টগ্রামের মিরসরাইয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
মিরসরাইয়ের খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) উপজেলার খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এশিয়ান উন্নয়ন ব্যাংক ও বিশ্ব ব্যাংকের সাবেক উপদেষ্টা ড. মাহফুজ উদ্দিন আহমেদ।
আয়োজিত আলোচনা সভায় সিনিয়র শিক্ষক আব্দুর রহিমের সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মাইন উদ্দিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু তোয়াব মজুমদার পলাশ, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাহিদা সুলতানা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি এটিএম আলমগীর, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ উদ্দিন চোধুরী।
খোঁজ নিয়ে জানা গেছে, খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দায়িত্ব ভার গ্রহনের পর থেকে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন প্রধান শিক্ষিকা নাহিদা সুলতানা। এর ধারাবাহিকতায় বদলে গেছে বিদ্যালয়ের চিত্র।
খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাহিদা সুলতানা বলেন, দায়িত্বভার গ্রহনের পর বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। পরিচালনা পর্ষদ ও শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক দের সহযেগীতায় আরোও এগিয়ে যাবে বিদ্যালয় ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন