চলে গেলেন সোনালী বেন্দ্রে!

সোশ্যাল মিডিয়ায় আচমকাই ছড়িয়ে পড়ে খবর মারা গেছেন বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে। ট্যুইটারে এমনটাই লেখেন বিজেপি বিধায়ক রাম কদম। মুহূর্তে পড়ে যায় শোরগোল। ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। বিতর্কেও জড়িয়ে পড়েন রাম কদম।

ইরফান খানের পর ক্যান্সারের শিকার বলিউডের জনপ্রিয় নায়িকা সোনালী বেন্দ্রে। ম্যাটাস্ট্যাটিক ক্যান্সারে আক্রান্ত ‌‘জখম’ স্টার। নিউইয়র্কে চলছে চিকিৎসা। কঠিন লড়াই। ট্যুইটারে অসুস্থতার কথা নিজেই শেয়ার করেছিলেন সোনালী।

সেই খবরকে ভিত্তি করেই অভিনেত্রীর মৃত্যুসংবাদ আগেই ঘোষণা করলেন বিজেপি বিধায়ক। পরে অবশ্য জানা যায়, গোটা খবরটিই ভুয়া।

ট্যুইটারে রাম কদম সোনালি বেন্দ্রের একটি ছবি পোস্ট করে মারাঠি ভাষায় লেখেন, ‘মারাঠি ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আমাদের ছেড়ে চলে গেলেন। আমেরিকায় তার চিকিৎসা চলছিল। তিনি আমাদের সবার হৃদয়ে থাকবেন’।

এই পোস্টের পরমুহূর্তেই বিপুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ায় নিজের ভুল বুঝতে পারেন কদম। সঙ্গে সঙ্গে পোস্টটি ডিলিটও করে দেন। তবে তাতে সমালোচনার হাত থেকে রেহাই পাননি। কটাক্ষ ও নিন্দায় ভরে গিয়েছে ট্যুইটার।

পরে রাম কদম আরেকটি ট্যুইট করে জানান, আমাদের প্রিয় সোনালিজীর সম্পর্কে এই দুঃসংবাদটি সম্পূর্ণ ভুয়া। তার আরোগ্য ও সুস্থ জীবনের কামনা করি।