চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষি প্রণোদনা পেলেন ৭৫৫০ জন কৃষক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ- ১/২০২২-২৩ আউশ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনার আওতায় উফশী আউশ ও পাট আবাদে সহায়তার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শিবগঞ্জ উপজেলার উদ্যোগে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাঃ শরিফুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই অর্থবছরে মোট ৭হাজার ৫শ ৫০জন কৃষককে প্রতি বিঘার জন্য ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০কেজি ও এমওপি সার ১০ কেজি দেওয়া হবে এবং ৩০০জন কৃষককে পাট বীজ দেওয়া হবে প্রতি বিঘার জন্য ১কেজি করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মোসাঃ শিউলী বেগমসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।