চাঁপাইনবাবগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে পাঁচজন নারীসহ ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

বুধবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের ২০/২৫জন মানুষ নৌকাযোগে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকা তেররশিয়া গ্রামের মো. হোসেন আলীর মেয়ের বৌভাতের অনুষ্ঠানে আসছিলেন। পথে বৃষ্টি শুরু হলে দক্ষিণপাঁকা ঘাট এলাকায় নৌকা থেকে নেমে ঘাটের ঘরে আশ্রয় নেন। এসময় বজ্রপাত ঘটলে ঘাটের ঘরের মধ্যে থাকা দক্ষিণপাঁকা তেররশিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রফিক উদ্দিন (৪২) ও সুন্দরপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের নাম না জানা ১৬জনসহ ১৭ জন মারা যান।

এছাড়া এই বজ্রপাতে ঘরের বাইরে থাকা প্রায় ৫/৬জন আহত হয়েছেন বলেও ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, ‌‘বজ্রপাতে ১৭ জনের মৃত্যুর সংবাদটি পেয়েছি। এর মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। বাকি ১৬জনের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে ৫জন মহিলার মৃত্যু হয়েছে।’