চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুর গেলেন খন্দকার ড. মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন উন্নত চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুর গেলেন। রবিবার রাত ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সঙ্গে তার স্ত্রী, দুই ছেলেসহ পরিবারের ১১ জন সদস্য রয়েছেন।
খন্দকার মোশাররফ হোসেনের প্রেস সচিব শাহ আখতারুজ্জামান এ তথ্য জানিয়ে বলেন, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে গেছেন।
এর আগে গত ২৭ জুন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান খন্দকার মোশাররফ হোসেন। তখন পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, তার ব্রেনের বহির্ভাগে একটি ‘মেনেনজিওমা টিউমার’ ধরা পড়েছে। তার হার্টেও সমস্যা রয়েছে। এ অবস্থায় চিকিৎসকেরা টিউমার অপসারণে অস্ত্রোপচার করা ঝুঁকিপূর্ণ মনে করছেন। সে জন্য সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হয়ে মস্তিষ্কে রেডিওথেরাপি নেন তিনি।
টানা দুই মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গত ৫ সেপ্টেম্বর দেশে ফেরেন ড. মোশাররফ। এরপর গুলশানের বাসাতেই অবস্থান করছিলেন তিনি। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হয় গত ৫ ডিসেম্বর তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















