চুয়াডাঙ্গায় গণউপদ্রবের অপরাধে ২ দালালের কারাদণ্ড

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে জুয়েল রানা (৩০) ও
ইউসুফ আলী (২৩) নামের দুই দালালকে আটকের পর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেস্ট শামীম ভূইয়া কারাদণ্ডাদেশ প্রদান করেন।

জুয়েল রানা চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার আশু স্বর্ণকারের ছেলে ও ইউসুফ আলী দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের রাসেল আলীর ছেলে।

ভ্রাম্যামাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া বলেন, প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ দুই দালালকে আটক করে। পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে তারা নিজেদের অপরাধ স্বীকার করলে গণউপদ্রব সৃষ্টি করার অপরাধে ওই দু’জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।