ছোট্ট মশার কাছে হাস্যকরভাবে হেরে যাচ্ছি
তসলিমা নাসরিন : বছর চার আগে আমাকে ডেঙ্গি ধরেছিল। আমার লিভার আর প্যানক্রিয়াসে বড় থাবা বসিয়ে গেছে। প্রায় মরতে বসেছিলাম। ছোট্ট একটু মশার কাছে আমরা কী রকম হাস্যকরভাবে হেরে যাচ্ছি। ওদিকে মঙ্গলগ্রহে যাবার জন্য রীতিমত স্যুটকেস গুছোচ্ছি।
খবর পাচ্ছি চিকুনগুনিয়া রোগে ভুগছে বাংলাদেশের অসংখ্য মানুষ। মন খারাপ হয়ে যাচ্ছে। এক তুড়িতে যদি নির্মূল করতে পারতাম মশার ভাইরাসগুলোকে!
মশা মারার জন্য ঢাকার মেয়র প্রচুর কাজ করছেন বললেন। এই কাজের ফল, আশা করি, মানুষ পাবে। ঘরে ঘরে গিয়ে মশারি খাটাতে না পারুন অন্তত ওষুধটা লাগান। ঘরে ঘরে গিয়ে যারা ভোট চাইতে জানেন, তাদের জন্য অবশ্য ঘরে ঘরে গিয়ে মশারি খাটানোয় কোনও অসুবিধে হওয়ার কথা নয়।
(লেখিকার ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন