জাতিসংঘের সবাই আমার সঙ্গে হেসেছেন : ট্রাম্প

দুদিন আগেই জাতিসংঘের অধিবেশনে নিজের গুণ গাইতে গিয়ে হাসির খোরাক হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন, বিষয়টি তিনি অতটা গায়ে মাখেননি। কিন্তু তার পরের দিনই ওই ঘটনায় পর্দা টানতে ট্রাম্প দাবি করলেন, তাকে নিয়ে হাসাহাসি হয়নি। আসলে জাতিসংঘে উপস্থিত সবাই তার সঙ্গে হেসেছেন।

মঙ্গলবার জাতিসংঘের বার্ষিক সাধারণসভায় বক্তব্য রাখতে উঠে আত্মপ্রচার শুরু করেন ট্রাম্প। বলতে থাকেন- দক্ষতা ও ক্ষমতার বিচারে আমাদের সেনা এখন সর্বকালের সেরা। আর তা ছাড়া দুই বছরেরও কম সময়ে আমার সরকার যা করেছে, আমেরিকার ইতিহাসে কোনো প্রশাসনই তা করতে পারেনি।-খবর আনন্দবাজারপত্রিকা অনলাইনের।

পুরো কথা শেষ হওয়ার আগেই সভায় হাসির রোল ওঠে। অনেককে মুখ টিপেও হাসতেও দেখা যায়। সাংবাদিকদের সামনে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছিল, এমন প্রতিক্রিয়া আশা করিনি, তবে ঠিক আছে।

গোটা ঘটনা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয়ে যায়। বুধবারই তাই আসরে নামেন মার্কিন প্রেসিডেন্ট।

সাংবাদিকদের কাছে তিনি বলেন, জাতিসংঘ আমাকে নিয়ে হাসেনি। আসলে আমার সঙ্গে হেসেছিল।

কিন্তু তা হলে খবরে যা দেখানো হল, সেটি কি মিথ্যে? ট্রাম্পের দাবি, সবই ভুয়া খবর। আসলে ভুয়া খবর বলছে- জাতিসংঘ আমাকে হাসির খোরাক বানিয়েছে। কিন্তু সেটি ঠিক নয়। জাতিসংঘের সবাই আমার সঙ্গে ভালো সময় কাটিয়েছে। আমরা একসঙ্গেই মজা করেছি।