নামাজের জন্য মসজিদ অপরিহার্য কিনা তা আদালত কিভাবে ঠিক করে?

‘নামাজ পড়ার জন্য মসজিদ অপরিহার্য নয়।’ ভারতের সুপ্রিমকোর্টের দেয়া এমন রায় প্রসঙ্গে ভারতের মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিনের (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, নামাজের জন্য মসজিদ অপরিহার্য কিনা তা আদালত কিভাবে ঠিক করে?

তিনি বলেন, ইসলামে মসজিদ একটি জরুরি অংশ। কোরআন ও হাদিসে মসজিদের কথা উল্লেখ আছে। মসজিদে গিয়ে নামাজ পড়ার কথা বলা হয়েছে। এ রায়ের বিষয়টি যদি সাংবিধানিক বেঞ্চে পাঠানো হতো তা হলে ভালো হতো বলে মনে করেন তিনি।

আসাদউদ্দিন ওয়াইসি বলেন, এর আগে ‘ট্রিপল তালাক’ ইস্যুতে বিচারপতি কুরিয়েন বলেছিলেন- ট্রিপল তালাকের বিষয়টি কোরআনে নেই। ট্রিপল তালাকের বিষয় সামনে এসেছিল তখন কোরআনের উল্লেখ করা হল। কিন্তু যখন মসজিদের বিষয়টি এল তখন কোরআনকে ভুলে যাওয়া হচ্ছে!

ওয়াইসি বলেন, অন্য ধর্মের ধর্মস্থান কী প্রয়োজনীয় নয়? ধর্মীয় বিষয়ে আদালত কীভাবে ঠিক করতে পারে কোনটি জরুরি? এ নিয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার ধর্মীয় গুরুদের রয়েছে আদালতের নয়।