জি২০ : পুতিনের সঙ্গে ট্রাম্পের গোপন বৈঠকের তথ্য ফাঁস

জি২০ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এই বৈঠকের কথা এতদিন গোপন থাকলেও সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর হোয়াইট হাউজও এর সত্যতা নিশ্চিত করেছে। তবে তারা বলছে, এটি ছিল ‘সংক্ষিপ্ত কথোপকথন’, কোন বৈঠক নয়।

বিবিসি জানিয়েছে, জার্মানির হামবুর্গ শহরে অনুষ্ঠিত জি২০ সম্মেলনে ক্ষমতাধর এই দুই রাষ্ট্রনায়কের প্রথমবারের মতো সাক্ষাৎ হয়। সম্মেলনকে ঘিরে একটি বিশেষ ভোজে তাদের সাক্ষাৎ হয়। তবে এর পরপরই তাদের মধ্যে আরও একটি বৈঠক হয়।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ওই বৈঠকে ট্রাম্প একা থাকলেও রুশ প্রেসিডেন্ট তার অফিসিয়াল অনুবাদকসহ উপস্থিত ছিলেন।

তবে এমন সংবাদে চটেছেন ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে দেয়া এক টুইটবার্তায় তিনি বলেন, ‘ভুয়া খবরগুলো দিন দিন আরও অসৎ হয়ে উঠছে। সম্মেলনের একটি বিশেষ ভোজকেও বিতর্কিত করা হচ্ছে।’

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের গুরুতর অভিযোগের বিষয়ে বিশ্বব্যাপী নানা ধরনের আলোচনা-সমালোচনা চলছে। আর ট্রাম্প-পুতিনের গোপন বৈঠকের খবর সেই আলোচনায় নতুন রসদ যোগাবে বলেই ধারণা করা হচ্ছে।