জেনেভা ক্যাম্পে অভিযানে শতাধিক মাদক কারবারি আটক
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযানে শতাধিক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) অভিযান শেষে সাংবাদিকদের এ কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।
এর আগে শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অভিযান চলে বেলা ১১টায় পর্যন্ত। অভিযানের নেতৃত্ব দেয় র্যাব-২। র্যাবের আট শতাধিক সশস্ত্র সদস্য এই অভিযানে অংশ নেন। জেনেভা ক্যাম্পের প্রায় ১৩টি স্পটে অভিযান চালানো হয়।
মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, আমাদের কাছে তথ্য ছিল আগের অভিযানে যেসব মাদক কারবারি আটক হয়েছিল তারা জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসা করছে। এমনকি মাদক পরিবহন বা ব্যবসার কাজে শিশুদের কাজে লাগাচ্ছে। এমন খবরে র্যাবের সশস্ত্র সদস্যরা জেনেভা ক্যাম্পের চারপাশে ঘিরে ফেলে। পরে ভেতরে মাদক ব্যবসায়ীদের তল্লাশি করে। যাদের কাছে মাদক পাওয়া গেছে তাদেরকে আটক করা হয়েছে। অভিযানে র্যাবের ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিটসহ বেশ কয়েকটি ইউনিটের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে প্রায় ১০০ জনকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন