ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার এই স্লোগানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে (৩০ সেপ্টেম্বর) শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যলয়ের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম সহ অন্যানরা বক্তব্য রাখেন।

এ সময় সহকারী কমিশনার ভূমি আব্দুল্লা আল রিফাত,পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল সহ সরকারী কর্মকর্তা,এনজিও এবং সুশীল সমাজের প্রতিধিরা উপস্থিত ছিলেন।