ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার ওসির মোবাইল নাম্বার ক্লোন করে প্রার্থীদের কাছে টাকা দাবী

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জের সরকারী মোবাইল নাম্বার ক্লোন করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন প্রার্থীকে ফোন করে টাকা দাবী করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

তবে সরকারী ঐ নম্বর থেকে ফোন পেয়ে কোন প্রকার অর্থ লেন দেন না করার জন্য বুধবার (২২ মে) দুপুরে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খাইরুল আনাম থানার ফেসবুক আইডি (ঙঈ চরৎমধহল ঞযধহধ ঞযধশঁৎমধড়হ) থেকে একটি বিবৃতি দিয়েছেন।

পীরগঞ্জ অফিসার ইনচার্জ খাইরুল আনাম জানান, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জের সরকারী মোবাইল নাম্বার (০১৩২০১৩৭৪৫৪) ক্লোন করে বুধবার সকালে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমির হুসেন ও একজন চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা দাবী করে একটি প্রতারক চক্র।

বিষয়টি অবহিত হওয়ার পর তিনি উর্দ্ধতন কর্মকর্তাকে জানিয়েছেন এবং থানার ফেসবুক আইডি এর মাধ্যমে সর্ব সাধারণকে সর্তক করেছেন। এ বিষয়ে কোন প্রকার অর্থ লেন দেন না করা সহ বিভ্রান্ত না হওয়ার জন্য প্রার্থী সহ সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।