ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস

“সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলা ভমিহীন সমম্বয় পরিষদের আয়াজনে ও কমিউনিটি ডেভলপমেন্ট এসােসিয়েশন (সিডিএ’র) সহযোগিতায় র‌্যালী,আলোচনা সভা, উপজেলা নির্বাঞী অফিসারের নিকট স্বারকলিপি পেশ কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচীতে উন্নয়ন সংস্থা সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী কাওসারুল আলম,উপজেলা ভুমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান অবিনাশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক,সহ সভাপ্রধান রেফিকা বেগম, জনসংগঠন ঐক্য পরিষদের সভাপ্রধান গজেন্দ্র নাথ রায়, লোহাগাড়া ইউনিটের সভা প্রধান এনামুল হক সহ উপজেলার ৫টি ইউনিয়নের ভুমিহীন সমন্বয় পরিষদের নেতা ও সদস্যরা অংশ নেয়।