ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে ব্যানার, বিলবোর্ড অপসারণ
গাজীপুর সিটি কর্পোরেশন ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে,টঙ্গী গাজীপুর ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কের দুপাশে সৌন্দর্য বৃদ্ধি ও দৃষ্টি নন্দন করতে পরিস্কার-পরিচ্ছন্নতা ও ব্যানার অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) টঙ্গী গাজীপুর ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কের দুপাশে অভিযান চালিয়ে ফ্লাইওভার ও এর আশপাশে লাগানো ব্যানার, ফেস্টুন, বিল বোর্ড অপসারণ করা হয়।
এব্যাপারে টঙ্গী থানার ওসি শাহ আলম জানান, গাজীপুর মহানগরের মহাসড়কে ফ্লাইওভার ও এর আশপাশে লাগানো ব্যানার, ফেস্টুন, বিল বোর্ড অপসারণ ও ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হয়।
এসময় নগরবাসীর সহযোগিতায় টঙ্গী-আব্দুল্লাহপুর থেকে ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের ব্যানার, ফেস্টুন, বিল বোর্ড অপসারণ ও ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রম দিনব্যাপী পরিচালিত হয়।
এদিকে অনেক রাজনৈতিক নেতাকর্মী অভিযোগ করে বলেছেন, তারা রাজনৈতিক পরিচিতি প্রচারে ও শুভেচ্ছায় বহু টাকা পয়সা খরচ করে সদ্য ব্যানার,ফেস্টুন বা বিল বোর্ডগুলো লাগিয়েছিলেন। কিন্তু তাদেরকে না জানিয়ে অপসারণ করায় তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কষ্ট ও পেয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন