তাদের শাস্তি পাওয়ার সময় এসেছে : তসলিমা
বলিউডপাড়ায় শুরু হয়েছে ‘মিটু’ আন্দোলন। অভিনেত্রী তনুশ্রীর পর একে মুখ খুলেছেন বহু অভিনেত্রী। পরিচালক নানাপাটেকরের বিরুদ্ধে মামলা হয়েছে।
কিন্তু মিটু আন্দোলনে ছোঁয়া লাগেনি বাংলাদেশে। তাই বাংলাদেশেও এ আন্দোলন শুরু তাগিদ দিয়েছে আলোচিত-সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন।
এ বিষয়ে দেশের একটি শীর্ষ জাতীয় দৈনিকে কলাম লিখেছেন তিনি। তসলিমা নাসরিন লেখেন, বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লড়াই করে আমি সরকারি এবং জনগণের রোষানলের শিকার হয়েছি। কিছু বিখ্যাত পুরুষের অসততা আর কদর্যতা প্রকাশ করে পুরো দেশের ঘৃণা পেয়েছি। বেড়ালের গলায় ঘণ্টাটা তো বেঁধেছি আমি। তার জন্য শাস্তি তো জুটেছেই আমার, নির্বাসনের শাস্তি, বই নিষিদ্ধ হওয়ার শাস্তি।
তসলিমা লিখেছেন, কেউ না কেউ তো কাঁটায় পা ছিঁড়ে পথটা মসৃণ করে রেখে যায়। সেই পথে এখনকার মেয়েরা হাঁটুক, মিটু আন্দোলন বাংলাদেশেও শুরু হোক। এই আন্দোলন নারী হেনস্তাকারীদের, বিখ্যাত ধর্ষকদের লজ্জা দিক, তাদের তো চিহ্নিত করার সময় এসেছে, তাদের কিছুটা হলেও শাস্তি পাওয়ারও সময় এসেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন