দিনাজপুরের পার্বতীপুরে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের মাস্ক বিতরণ
“মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ” স্লোগানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনগণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বিনামূল্যে ৭ হাজার মাস্ক বিতরণ করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।
রবিবার পার্বতীপুর উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভাধীন বিভিন্ন পুলিশ বিট, হাট-বাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল, কেন্দ্রীয় শহীদ মিনার, মধ্যপাড়া খনি এলাকা, বড়পুকুরিয়া কয়লা খনি বাজার, রাজাবাসর, ভবানীপুর বাজার, ভবের বাজার, আমবাড়ী বাজার ও অন্যান্য এলাকার বাজার রাস্তাঘাটে ব্যবসায়ী, পথচারী, অটোবাইক চালক, রিক্সাচালক ও চার্জার চালকসহ নিম্ন আয়ের শ্রমজীবি মানুষের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান, পরিদর্শক (তদন্ত) মো.সোহেল রানা, উপ-পরিদর্শক বিধান চন্দ্র বর্মণ ছাড়াও উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শকগণসহ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
করোনা ভাইরাস প্রতিরোেধ পার্বতীপুর মডেল থানা পুলিশের এমন জনসচেতনতামূলক কর্মসূচীকে স্বাগত জানিয়েছে পার্বতীপুরের সর্বস্তরের জনগণ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন