দিনাজপুরের পার্বতীপুরে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের মাস্ক বিতরণ

“মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ” স্লোগানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনগণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বিনামূল্যে ৭ হাজার মাস্ক বিতরণ করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।

রবিবার পার্বতীপুর উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভাধীন বিভিন্ন পুলিশ বিট, হাট-বাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল, কেন্দ্রীয় শহীদ মিনার, মধ্যপাড়া খনি এলাকা, বড়পুকুরিয়া কয়লা খনি বাজার, রাজাবাসর, ভবানীপুর বাজার, ভবের বাজার, আমবাড়ী বাজার ও অন্যান্য এলাকার বাজার রাস্তাঘাটে ব্যবসায়ী, পথচারী, অটোবাইক চালক, রিক্সাচালক ও চার্জার চালকসহ নিম্ন আয়ের শ্রমজীবি মানুষের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান, পরিদর্শক (তদন্ত) মো.সোহেল রানা, উপ-পরিদর্শক বিধান চন্দ্র বর্মণ ছাড়াও উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শকগণসহ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।

করোনা ভাইরাস প্রতিরোেধ পার্বতীপুর মডেল থানা পুলিশের এমন জনসচেতনতামূলক কর্মসূচীকে স্বাগত জানিয়েছে পার্বতীপুরের সর্বস্তরের জনগণ।