বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪’শ পরিবারের মাঝে হাঁস ও হাঁস পালনের উপকরণ বিতরণ

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর গোষ্ঠীর ৪শত পরিবারের মাঝে হাঁস ও হাঁস পালনের ঘর বিতরণ করা হয়েছে।

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ষ্ঠীর জীবন মান উন্নয়নে প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সোমবার (২৯ মে) বিকেলে উক্ত কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন দিনাজপুর-০১(বীরগঞ্জ-কাহারোল) নির্বাচনী আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ ওসমান গণি, উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মইলুন ইসলাম, নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোনায়েম মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা আক্তার বৃষ্টি, জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ নুর ইসলাম নুর প্রমুখ।

অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪০০ ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী পরিবারের সদস্যের মাঝে ৪০০ টি হাঁসের ঘর এবং ৮,০০০ টি হাঁস বিতরণ করা হয়েছে।