দিনাজপুরে নারী উদ্যোক্তাদের নেটওয়ার্কিং স্থাপন কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশের নারী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নেটওয়ার্কিং স্থাপন, সহজ অর্থায়ন এবং বাংলাদেশ ট্রেড পোর্টালের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হযয়েছে।

দিনাজপুর পর্যটন মডেল মিলনায়তনে বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প -১ বাণিজ্য মন্ত্রণালয় এর আয়োজনে দিনাজপুর উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সহযোগিতায় বাণিজ্য মন্ত্রণালয় যুগ্ন সচিব বি আর সি পি-১ প্রকল্প পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কো -চেয়ার দিনাজপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি জান্নাতুস সাফা শাহিনুর সহ কমিটির পরিচালক বৃন্দ।

 
কর্মশালায় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত ৬০ জন  নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, নারীদের স্বাবলম্বী করে আত্মনির্ভরশীল নারী উদ্যোক্তা তৈরি হয়ে বর্তমান দেশে নারী-পুরুয সমতায়নে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে।