নারী উদ্যোক্তা তৈরিতে বিশেষ অবদান

দিনাজপুরে মহিলা ভাইস চেয়ারম্যানদের শুভেচ্ছায় সিক্ত লিয়ন চৌধুরী

দিনাজপুরের পল্লী এলাকায় নারী উদ্যোক্তা তৈরিতে বিশেষ অবদান রাখায় মহিলা ভাইস চেয়ারম্যানরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মো. লিয়ন চৌধুরীকে।

দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোসনার সভাপতিত্বে জেলার ৯ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানরা উপস্থিত থেকে লিওন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে লিয়ন চৌধুরী বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও একজন নারী। তার নির্দেশনা অনুযায়ী নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের বিভিন্ন সংস্থার মাধ্যমে নারীদের আত্মথকর্মসংস্থান মুখি ও কর্মঠ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই উদ্যোগকে সামনে রেখে আমিও দিনাজপুরের অবহেলিত নারীদের কল্যাণে কাজ করছি।
তিনি বলেন, আমি নারীদের কল্যাণে কাজ করছি বলেই আজ আমাকে সম্মানিত করলেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ ।

এ সময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উইমেন চেম্বারের সদস্য মোছা. লায়লা বানু, পার্বতীপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বারী, ফুলবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন নাহার, খানসামা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জিলা আফরোজ পারভীন, সৈয়দপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকি, রুনা লায়লা, জাহানারা বেগম, আনোয়ারা বেগম প্রমুখ।