“দিনাজপুর বিজনেস গ্রুপের” ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিভিন্ন উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে নারীদের অনলাইন ব্যবসায়িক প্লাটফর্মগুলোর মধ্যে “দিনাজপুর বিজনেস গ্রুপ” ব্যাপক সাড়া জাগিয়ে ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

দিনাজপুর শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে “দিনাজপুর বিজনেস গ্রুপ” ১৭ হাজার ৪শ সদস্য নিয়ে অতিথী বরণ,আলোচনা সভা,কেক কাটা ,আতশবাজিসহ নানা রকম ভিন্নতার আয়োজনের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পালন করে।

অনুষ্ঠানে অতিথীদের মধ্যে ছিলেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উইমেন চেম্বার অব-কমার্স এন্ড ইন্ডাসট্রি সভাপতি শাফায়েত হোসেন শাহিনুর।

এসময় উপস্থিত ছিলেন গ্রুপের উপদেষ্ঠা মোঃ নাজমুল ইসলাম নয়ন, এডমিন বর্ণী আহমেদ, ফিহনা মাহিয়াত, নুসরাত হাসান , ইসমত আরা ইতি ,শাম্মী আক্তার লিজা, কানন আহম্মেদ,মডারেটর সাদিয়া আফরোজ, আফসানা তিথী,শাওন পারভেজ,তামান্না তাবাসুম,ভোলেন্টিয়ার স্বপ্না শারমিন,মৌরি ইসলাম,সোনিয়া রহমান,ওয়ারিসা হক,নাজিয়া নিতু,আনিকা শাহনাজ,সেঁজুতি কুন্ডু নিশিতাসহ আরো অনেকে।

নারী উদ্যোক্তাদের সময়ের সাথে পরিবর্তন ও অনলাইন ব্যাবসায়িক সফলতাকে স্বাগত জানিয়ে বক্তারা আগামীতে দিনাজপুরের নারীরা নিজেদের স্বাবলম্বী করে বিশ্বজুড়ে সুনাম বয়ে আনবে এমন আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মিডিয়া অংশীদার ছিলেন চেনেল এন ,বিজ্ঞাপনী উদ্যোগ ছিলেন শিফা ডায়াগনিষ্টিক সেন্টার ও ডোর টু ডোর ডেলিভারী প্রতিষ্ঠান।