দুই কিডনিই অকেজো : বাঁচতে চান শার্শার পিয়ারা খাতুন

যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামের পিয়ারা খাতুন (৪০) নামে এক গৃহবধূর দুই কিডনিই অকেজো হয়ে গেছে। গোটা শরীরে কিডনি জনিত কারণে নানাবিধ সমস্যায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তিনি। আর্তিক ভাবে স্বাবলম্বী না হওয়ায় চিকিৎসা করাতে না পেরে ভেঙে পড়েছে পিয়ারা খাতুনের পরিবার । এ অবস্থায় সমাজের বিত্তশালী মানুষের কাছে সাহায্য কামনা করেছে তারা।

যশোরের শার্শা সীমান্তের বসতপুর গ্রামের মৃত আব্দুল গণির মেয়ে পিয়ারা খাতুন। দুই কিডনি অকেজো হয়ে পড়ায় গোটা শরীরের বিভিন্ন অংশ ফুলে উঠছে। অসহ্য যন্ত্রণায় ছটফটানি আর থেমে থেমে কান্নাসহ মৃত্যুর প্রহর গুনছেন পিয়ারা খাতুন। পিয়ারা খাতুনের একটি কন্যা সন্তান রয়েছে। স্বামী নেই। পিয়ারা খাতুন বর্তমানে ঢাকার সিকেডি ইউরোলজি হসপিটালে কিডনি বিশেষজ্ঞ ডা: তানভির রহমানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। ডাক্তার বলেছেন, অতিদ্রুত কিডনি ডায়ালাইসিস অথবা নতুন কিডনি প্রতিস্থাপন করতে হবে।

এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন অসহায় পিয়ারা খাতুন ।

আর্থিক সহযোগিতা পাঠাতে এবং পিয়ারা খাতুনের সাথে যোগাযোগ-০১৯১১-৫৪৯০৮২ (বিকাশ ব্যক্তিগত)। সঞ্চিয় ব্যাংক হিসাব নং-১৪৩৬৮। সোনালী ব্যাংক, বাগআঁচড়া শাখা, শার্শা, যশোর।