দেশব্যাপী বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভ মিছিল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/12/nnnnnnnnnerewwe-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামায়াত নৈরাজ্য, অগ্নি-সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শার্শা উপজেলার নাভারন বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (৮ ভিসেম্বর) বিকাল ৪ টায় শার্শা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে নাভারন বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেনর সভাপতিত্বে বিকোষাভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরর্দার প্রমূখ।
এ সময় অন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ অহিদুজামান অহিদ, নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য আমিনুর রহমান ও মোখলেছুর রহমান কাকনসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন