দেশের বাইরে যুদ্ধের মহড়া শিখছে চীনের সৈন্যরা

আফ্রিকার শৃঙ্গ জিবুতিতে মোতায়েন চীনের গণমুক্তি ফৌজ বা পিএলএ নৌবাহিনী প্রথম সামরিক মহড়া চালিয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট এই খবর দিয়েছে।

গত মাসের ১ তারিখে এই ঘাঁটির উদ্বোধন করে পিএলএ নৌবাহিনী। এটাই সরাসরি বেইজিং কমান্ডে পরিচালিত বিদেশের মাটিতে চীনের প্রথম ঘাঁটি।

জিবুতির ঘাঁটি কমান্ডার লিয়াং ইয়াং বলেছেন, মহড়ার মধ্য দিয়ে বিদেশ মোতায়েন চীনের সেনাদের জন্য নতুন প্রশিক্ষণ পদ্ধতি খতিয়ে দেখা হয়েছে। সেনা সদস্যদের যুদ্ধকালীন নানা মৌলিক দায়িত্ব পালন এবং অস্ত্র ব্যবহার করতে গিয়ে প্রচণ্ড গরম এবং আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, জিবুতিতে মোতায়েন চীনের সৈন্যরা এই প্রথম যুদ্ধ প্রশিক্ষণের জন্য শিবির ছেড়ে বাইরে গেছেন।