দেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা প্রায় ৫ লাখ

সারাদেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি। এছাড়া ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে ৬ কোটি ৭২ লক্ষ ২৩ হাজার ৩৯২ টাকা। বিআরটিএ ও জেলা ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিআরটিএর পক্ষ থেকে এই প্রতিবেদন দাখিল করা হয়।

প্রতিবেদনটি পেশ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০১৮-১৯ অর্থ বছরে অভিযান চলাকালে প্রায় ৪০ হাজার মামলা করা হয়েছে।