জমি চাষ করতে গিয়ে হিরা পেলেন কৃষক

ভারতের অন্ধ্রপ্রদেশে জমি চাষ করতে গিয়ে ৬০ লাখ টাকার হিরা পেলেন এক কৃষক। আর এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার গোলাভানেপল্লী গ্রামে। খবর দ্যা হিন্দুস্তান টাইমসের।

জানা গেছে, জমি চাষ করতে গিয়ে হঠাৎ একটি স্বচ্ছ নুড়ি পাথর দেখে ওই কৃষক। পরে ওই পাথরটি নিয়ে সরাসরি স্বর্ণালঙ্কারের দোকানে ছুটে যান তিনি। পাথরটি পরীক্ষা করেই দোকানদার তাকে জানায়, এই স্বচ্ছ পাথরটি আসলে একটি হিরা। যার বাজারমূল্য অন্তত ৬০ লাখ টাকা!

এরপরে ওই কৃষকের কাছ থেকে সাড়ে ১৩ লাখ টাকা ও পাঁচ তোলা সোনার বিনিময়ে হিরাটি কিনে নেন স্থানীয় হিরা ব্যবসায়ী আল্লাহ বক্স। তবে হিরাটির আকার, রঙ ও অন্যান্য তথ্য এখনও খোলাসা করেননি তিনি।

অবশ্য এর আগেও কুরনুল জেলা ও তার আশপাশের চাষের ক্ষেত ও নদীর পাড় থেকে হিরা খুঁজে পেয়েছেন অনেকে।