দেশ ধ্বংসে নানামুখী ষড়যন্ত্র চলছে: শিল্প প্রতিমন্ত্রী

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে দেশকে আবারো পেছনের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে। দেশ ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংসের অপচেষ্টায় স্বাধীনতাবিরোধীদের নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের সবাই ঐক্যবদ্ধভাবে স্বাধীনতাবিরোধীদের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির (কাফকো) সহযোগিতায় ঢাকা-১৫ আসনের গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রতিমন্ত্রী।

কামাল আহমেদ মজুমদার বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ভয়াল থাবায় গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। উন্নত বিশ্ব করোনা মোকাবিলায় হিমশিম খেলেও প্রধানমন্ত্রীর সময়োচিত সাহসী সিদ্ধান্ত ও অক্লান্ত পরিশ্রমে আমরা সাফল্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছি। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ। এক সময়ের তথাকথিত তলাবিহীন ঝুড়ির দেশই এখন সমগ্র বিশ্বে উন্নয়নের রোল মডেল।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাধ্য অনুযায়ী সাহায্য-সহযোগিতা করতে হবে। জনগণের অসহায়ত্বের সুযোগ নিয়ে যেসব মুনাফাখোর খোঁড়া অজুহাতে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে দেশ বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দেশের মানুষ সেসময় সার, বিদ্যুৎ, খাদ্যের দাবিতে রাস্তায় নামলে তাদের গুলি করে হত্যা করা হয়েছে। দেশে এখন শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত হয়েছে এবং খাদ্যেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।