নওগাঁর আত্রাই বিশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ
নওগাঁর আত্রাই উপজেলার ৫ নং বিশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতি-অনিয়মের অভিযোগের প্রতিবাদ জানান, ইউনিয়নের ইউপি সদস্যসহ সর্বস্তরের মানুষ। বিশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা বলেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে ডিজিটাল করণের প্রত্যয় রেখে বিশা ইউনিয়নের রাস্তা-ঘাট, কালভার্ট করে যাচ্ছি এছাড়াও নিজের অর্থায়ন দিয়ে ৪ থেকে ৫ হাজার মানুষের যাতায়াতের রাস্তা তৈরি করে দিয়েছি, এ সকল উন্নয়ন মেনে নিতে পারছে না কিছু দুষ্কৃতীরা।
তাই ইউনিয়ন পরিষদের কতিপয় ইউপি সদস্যদের দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, এবং অবাস্তব অভিযোগ এনে মানহানিকর অবস্থা সৃষ্টি করে অপ-প্রচার চালাচ্ছে। নির্বাচন সংক্রান্ত কিছু বিদ্রোহী লোকজন জড়িত থেকে এ সব কর্মকান্ড করছে। তারা আমার ভাবমূর্তি বিনষ্টে অপতৎপরতা চালাচ্ছে।
তিনি আরো বলেন আমার কোন সাক্ষাৎকার না নিয়ে একটি মহল ইউনিয়ন পরিষদের ৮ জন মেম্বারের স্বাক্ষরতি দরখাস্ত কথা বললেও ওই দরখাস্তে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুলতান, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ, ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য জরিনা, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য রমজান, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য হানিফ আলী চাঁন, ৪ ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিউটি বেগম, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিন্টু সোনার, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুজ্জামান। ৪ নং ওয়ার্ড ইউপি সদসদ্যের স্বাক্ষর জাল করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম জানান,অভিযোগ পেয়েছি, অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সত্যতা না পাওয়া গেলে কিছুই হবে না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন