নওগাঁর মান্দায় রাস্তা ও মন্দির সংস্কারের দাবিতে মানববন্ধন
নওগাঁর মান্দায় যাতায়াতের রাস্তা ও মন্দির সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী।
শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ৩ টার সময় রবিন ঋষির সভাপতিত্বে ভারশোঁ ঋষিপাড়ার যাতায়াতের প্রধান রাস্তায় ও মন্দির সংস্কারের দাবিতে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, রবিন ঋষি, জোগেস ঋষি, সুূদির ঋষি, ডলি ঋষি এবং লক্ষি ঋষিসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, এ ঋষিপাড়া গ্রামের প্রায় ৩০ শতাংশ হিন্দু লোকের বসবাস রয়েছে। প্রায় ২০-২৫ বছর আগে ভারশোঁ ঋষিপাড়ায় সনাতন ধর্মাম্বলম্বীদের উপসনার জন্য ভারশোঁ ঋষিপাড়া দূর্গা মন্দির প্রতিষ্ঠিত হয়। গ্রামের
একমাত্র মন্দির হওয়া সত্বেও মন্দিরে যাওয়ার রাস্তা নেই।
একজন মানুষ একাকী কোনোভাবে দুপাশের বাড়ির ফাঁকা রাস্তা দিয়ে মন্দিরে যেতে পারে। সামনে শারদীয় দূর্গা পূজা কিন্তু মন্দিরে যাওয়ার রাস্তা নেই এবং মন্দিরে প্রতিমা তৈরী করে রাখার উপযুক্ত ঘর নেই। দীর্ঘদিনের পুরাতন মন্দির হলেও সরকারের নজরে না, আসার কারনে মন্দির এবং এর অভিমুখে যাওয়ার রাস্তাটি প্রায় অচল। এমতাবস্থায় মন্দির এবং রাস্তাটি সংস্কার করা খুব জরুরি।
এসময় মানববন্ধনে অংশগ্রহণ করেন ভারশোঁ ঋষিপাড়ার প্রায় পাঁচ শতাধিক নারী ও পুরুষ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন