নতুন করে সরকারি হলো আরও ৫ বেসরকারি কলেজ

নতুন করে আরও পাঁচটি বেসরকারি কলেজকে সরকারি করা হয়েছে। ঈদের আগে ২৭১টি বেসরকারি কলেজকে সরকারিকরণ করা হয়েছে। নতুন এ পাঁচটি নিয়ে দেশে মোট সরকারি কলেজের সংখ্যা ৬০৩ টি।

সরকারি করা কলেজগুলো হলো, রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলেজ, দিনাজপুরের কাহারোল উপজেলার কাহারোল ডিগ্রি কলেজ, খানসামা উপজেলার পাকেরহাট ডিগ্রি কলেজ, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি কলেজ এবং বাগেরহাটের কচুয়া উপজেলার শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেসব উপজেলায় কোনো সরকারি কলেজ নেই, সেগুলোতে একটি করে কলেজকে সরকারি করা। তারই আলোকে এ কলেজগুলো সরকারি করা হলো।

সরকারি করা কলেজশিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা ২০১৮-এর আলোকে এ কলেজগুলো সরকারি করার সিদ্ধান্ত হয়েছে।