নরসিংদীর চরাঞ্চলে নদীতে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নরসিংদীর চরাঞ্চলের আলোকবালীতে মেঘনার শাখা নদীতে ডুবে তাবাসসুম আক্তার (৭) ও শিউলি আক্তার (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের কাজিরকান্দি গ্রামে মেঘনার শাখা নদীতে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে।

নিহত তাবাসসুম আক্তার কাজিরকান্দি গ্রামের আলাল সিকদারের মেয়ে ও শিউলি আক্তার তোফাজ্জল শিকদারের মেয়ে। নিহতরা সম্পর্কে চাচাতো বোন।

আলোকবালী ইউনিয়ন পরিষদ চেযারম্যান দেলোযার হোসেন সরকার দিপু এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, বিকালে দুই চাচাতো বোন শিশু বাড়ির অদূরে ঘাটে মেঘনার শাখা নদীতে গোসল করতে নামে। এসময় তাঁরা গোসল ও পানিতে খেলা করার সময় তলিয়ে যায়। টের পেয়ে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে স্পীডবোটযোগে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

আলোকবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু বলেন, পানিতে ডুবে দুই শিশু নিহতের ঘটনাটি নরসিংদী মডেল থানাকে অবগত করা হয়েছে। তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।