নরসিংদীর রায়পুরায় মাদক সেবনের টাকা না দেয়ায় মাকে মারধর, ছেলের কারাদন্ড
নরসিংদীর রায়পুরায় মাদক সেবনের টাকা না দেয়ায় মাকে মারধরের অভিযোগে ছেলে সাগর চন্দ্র বর্মণ (২২) কে দুই পুরিয়া গাঁজাসহ আটক করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ শত টাকা জরিমানা ও ২মাসের বিনাশ্রম কারাদ প্রদান করা হয়।
বুধবার (১ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো: আজগর হোসেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। দপ্রাপ্ত সাগর চন্দ্র বর্মণ উপজেলার মরজাল এলাকার মৃত সুকুমার চন্দ্র বর্মণ ও অনিতা রাণী বর্মণের ছেলে।
স্বামী হারা অনিতা রাণী বর্মণ বলেন, মঙ্গলবার বিকেলে তাঁর মাদকাসক্ত ছেলে টাকার জন্য ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করাসহ তাকে মারধর করে হাত ভেঙে দেয়। পরে তিনি ছেলের বিরুদ্ধে রায়পুরা থানায় অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ গাঁজাসহ ছেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এর আগেও একই কারণে ছেলে সাগর চন্দ্র বর্মণ ৭ মাস ও ২ বছর জেল খেটেছিল। তাঁর ছেলে সংশোধন হয়ে ফিরে আসুক এমনটাই চান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেন বলেন, মাকে মারধরের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ২ পুরিয়া গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে পুলিশ। পরে তাকে মাদক দ্রব্য আইনে ৫ শত টাকা জরিমানা এবং ২ মাসের বিনাশ্রম কারাদ দেয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন