নাচের ছন্দে নৌকায় ভোট চাচ্ছেন তরুণ-তরুণীরা (ভিডিও)

ভোটের প্রচারণা মানেই উৎসব মুখর পরিবেশ। স্লোগান, মিছিল, জনসভা ছাড়া কি আর প্রচারণা জমে। কখনও কখনও জোর গলায় সুরে সুরে ছন্দ বেধেও প্রচারণা চালাতে দেখা যায়। তবে এবার নৌকার পক্ষে ভোট চাইতে ভিন্ন উদ্যোগে দেখা গেছে একদল তরুণ-তরুণীকে।

রাস্তার মাঝে লাল সবুজের পোশাক শরীরে জড়িয়ে নৌকার প্রচারণা চালাতে দেখা গেছে তরুণ-তরুণীদেকে। সারিবদ্ধ হয়ে সুরের ছন্দে ছন্দে নাচছেন তারা আর প্রচারণা চালাচ্ছেন নৌকার।

এটা বলা যায় সম্পূর্ণ একটি ব্যতিক্রমধর্মী প্রচারণা। কারণ এর আগে এভাবে কোনো দলের পক্ষে প্রচারণা চালাতে দেখা যায়নি।

ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ এমন একটি গানে ৮ জন সদস্য সম্মিলিতভাবে ডান্স করে কিছুক্ষণ মাতিয়ে রেখেছিলো সাধারণ জনগণকে। উৎসুক জনতাও এমন প্রচারণা মুগ্ধ হয়ে দেখছিলেন। ভিডিওতে দেখা গেছে প্রায় ২.৪৫ মিনিটের একটি গানে সম্মিলিতভাবে নাচেন ঐ ৮ জন তরুণ-তরুণী।

যে গানে তরুণ-তরুণীরা নেচেছেন তার কথাগুলো ছিলো অতি সাধারনই। সাধারণত গলা-ফাটিয়ে মিছিল মিটিংয়ে যে ছন্দগুলো তালে তালে মিলিয়ে বলা হয়। সেসব কথাগুলোতে সুর মিশিয়ে তার সঙ্গে পারফমেন্স করে ফুটিয়ে তুলেছেন ঐ সব তরুণ তরুনীরা।

তরুণ-তরুণীদের এমন অভিনব প্রচারণায় মুগ্ধ সাধারণ জনতারা।

জয় বাঙলা, জিতবে আবার নৌকা…🇧🇩

Posted by Rudro Saiful on Monday, December 24, 2018