নিউ ইয়র্কের হাসপাতালে গুলিবর্ষণ, বন্দুকধারী নিহত

নিউ ইয়র্কের ব্রঙ্কস বরোতে একটি হাসপাতালে গুলিবর্ষণ চালিয়েছে এক বন্দুকধারী, জানিয়েছে বিবিসি।

জানা যায়, ডাক্তারের ছদ্মবেশে এক ব্যক্তি মরিস হাইটস জেলার এক হাজার শয্যা বিশিষ্ট ব্রঙ্কস-লেবানন হাসপাতালে হামলা গুলিবর্ষণ শুরু করে।

কমপক্ষে তিনজন লোক গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেলেও অন্যান্য প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে যে, আহতের সংখ্যা আরো অধিক।
পুলিশের এক মুখপাত্র জানায়, ঘটনাস্থল থেকে এক বন্দুকধারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাক্তার ও নার্সরা হাসপাতালের মধ্যেই নিজেদের আটকা পড়ার কথা জানান। এদিকে হাসপাতালের ভবনে আগুনের সংবাদও দিয়েছে কিছু প্রতিবেদন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গেছে, পুলিশ হাসপাতালে এখনো তল্লাশী চালাচ্ছে। অন্য কোন বন্দুকধারী ভিতরে আছে কিনা অনুসন্ধান করছে তারা। জনসাধারণকে হাসপাতাল এলাকা এড়িয়ে চলতে পুলিশ বিভাগ থেকে টুইটারের মাধ্যমে জানানো হয়েছে।

নিউ ইয়র্ক টাইমস এক ফায়ার সার্ভিস কর্মকর্তার বরাত দিয়ে জানায়, তিন ডাক্তার গুলিবিদ্ধ হয়েছে।

জানা গেছে, ধারণা করা হচ্ছে ন্দুকধারী হাসপাতালের একজন প্রাক্তন কর্মচারী। তবে এখনো সেটি নিশ্চিত করা যায়নি। সূত্র: বিবিসি