নিখোঁজের দু’ঘণ্টা পর পাওয়া গেল শিশুর নিথর দেহটি

যশোরে ইয়াসিন নামে ছয় বছরের এক শিশুর মরদেহ ধানখেত থেকে উদ্ধার করা হয়েছে। ধানখেতের কাদায় উপুড় হয়ে পড়ে থাকা মরদেহটি শুক্রবার রাত ৮টার দিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়।

ইয়াসিন যশোর শহরতলীর ভেকুটিয়ার কারিগরপাড়ার টাইলস মিস্ত্রি ওয়াসিম হোসেনের ছেলে। সে ভেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্র ছিল।

শিশুটির স্বজন সোহাগ ও সজীব নামে দুই যুবক জানান, ইয়াসিন শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ হয়। স্বজনরা বিভিন্ন স্থানে তাকে খুঁজছিল। রাত ৮টার কিছু সময় আগে ভেকুটিয়া বাজারের পেছনে ধানখেতের মধ্যে তাকে পড়ে থাকতে দেখা যায়। তখন তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার কল্লোল কুমার সাহা মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার এসআই সোবহান শরিফ বলেন, শিশুটিকে হত্যা করা হয়েছে কি না নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।