নেত্রকোণার মদনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
(২৬ মার্চ) ৫৪ তম স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সব চেয়ে গৌরবের দিন,পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাড়ানোর দিন।
দিবসটি উপলক্ষে মদন উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর আয়োজন করেন। দিনের শুরুতেই সরকারি আধা সরকারি বেসরকারি ভবনে সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদের স্মরণে পুস্তক অর্পণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পরে উপজেলা পরিষদ পাবলিক হল রুমে এক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস, সহকারী কমিশনার ভূমি এ টি এম আরিফ, সাবেক উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ হেলাল উদ্দিন তালুকদার।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল রহিম, বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা মমতাজ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ছদ্দু মিয়া, ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন