নেত্রকোনার মদনে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মানা হচ্ছে না সরকারের দেওয়া সময়সূচি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/03/IMG_20230314_144521-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোণা মদন উপজেলার নায়েকপুর ও গোবিন্দশ্রী ইউনিয়নের বেশ কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সরকারের দেওয়া সময় সূচী অনুযায়ী
বিদ্যালয় পরিচালনা করছে না বলে অভিযোগ উঠেছে। তবে নেই কোনো মনিটরিং।
মঙ্গলবার (১৪ই-মার্চ) সরজমিনে গেলে দেখা যায়, রাস্তার পাশে থাকা রূপাশ্রম সরকারী প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ। তখন ঘড়িতে বাজে দুপুর ২.৩০ মিনিট। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শিক্ষকরা অনেক আগেই স্কুল বন্ধ করে চলে গেছে,
সকালে আসার সময় অনেক দেরিতে আসে,এতে কসলমুতি শিশুরা বাহিরে এসে দাঁড়িয়ে থকতে
দেখা যায়।
গত সোমবার (১৩ই-মার্চ) গোবিন্দশ্রী গ্রামে রাস্তার পাশে থাকা গোবিন্দশ্রী বড্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গেলে দেখা যায় বিদ্যালয় বন্ধ। ঘড়িতে তখন ২,৩০ বাজে।
এ বিষয়ে গোবিন্দশ্রী বড্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক বলেন, আমি দুপুরে ভাত খাওয়ার জন্য বাড়িতে গেলে সহকারী শিক্ষকরা বিদ্যালয় বন্ধ করে চলে যায়।
রূপাশ্রম মোয়াটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মুজিদুল হক (মাজু) বলেন, আমি সহকারী শিক্ষকদের দায়িত্ব দিয়ে অফিসের কাজে মদন যাওয়ার সময় তাদের বলে এসেছিলাম মেঘবৃষ্টি আসলে ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে দিতে।
উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেন বলেন, উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকারের দেওয়া সময়সূচি মান না হলে, তদন্ত সাপেক্ষে বন্ধ বিদ্যালয়
গুলো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন