নেত্রকোনার মদনে সহকারী কমিশনার (ভূমি) এঁর বিদায় ও বরণ অনুষ্ঠান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/IMG_20231107_153808-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোণা মদন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহানূর রহমানের বিদায় ও নবাগত সহকারী কমিশনার (ভূমি) এ,টি,এম আরিফকে বরণ করেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ( ৭ নভেম্বর) বিকালে উপজেলা সম্মেলন কক্ষে অফির্সাস ক্লাবের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, তিনি বলেন, কবি গুরু রবীন্দ্রনাথের ভাষায়” যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।
এ বিদায় যেন সুন্দর হয় এবং আপনি যেখানে থাকবেন সর্বদায় আল্লাহ আপনার সহায়তা করুন এ কামনা ও দোয়া করি। ও নবাগত সহকারী কমিশনার (ভূমি) কে বরণ করে সহযোগিতা হাত বাড়িয়ে দেন।
এ সময় বিদায় ও বরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন,
সাবেক উপজেলার মুক্তি যোদ্ধা সংসদের কমান্ডার মোঃ হেলাল উদ্দিন তালুকদার, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন, মদন ইউপি চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম আকন্দ।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল বারী, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল, জন স্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মাহবুব রহমান সুমন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, মদন প্রেস ক্লাব সভাপতি মোঃ মাহাবুবে আলম (আল- আমিন) আই সিটি কর্মকর্তা তারেক মাসুদ খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান,সহ গণ মাধ্যম কর্মীগণ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন