পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের গরিব, অসহায় ও দুস্থ ১ হাজার ৪’শ পরিবারের মাঝে ১০ কেজি করে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) এর চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই ২০২২) দুপুরে দেবনগড় ইউনিয়ন পরিষদ চত্বরে এবং দেবনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছলেমান আলী চাল বিতরণের উদ্বোধন করেন।
এসময় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউপি সচিব আশুতোষ সরকার, ট্যাগ অফিসারসহ ইউপি সদস্য ও এলাকার গণ্যমাণ্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান মোঃ ছলেমান আলী বলেন, সকলে যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বরাদ্দকৃত দেবনগড় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায়, গরিব ও দুস্থ ১ হাজার ৪’শ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থবছরে মানবিক কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সারাদেশে ১০ কেজি হারে বিনামূল্যে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) চাল বিতরণের ন্যায় দেবনগড় ইউনিয়নে এই চাল বিতরণ করা হয়েছে।