পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা

সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবসের পটভূমি ও তাৎপর্যের উপর ভিত্তি করে “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশে স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ এপ্রিল ২০২২) উপজেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মোঃ ইয়াছিন আলী মন্ডল, কমান্ডার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাজী মাহাবুবুর রহমান, যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, তেঁতুলিয়া, উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার মোঃ মফিজুর রহমান, কাজী শাহাব উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ ইমদাদুল হক, গিতালগছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মতিউর রহমান প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সকল রাজনৈতিক দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীরমুক্তিযোদ্ধার সন্তানগণ, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ সকল শ্রেণি পেশার সর্বস্তরের সুধিবৃন্দ।