পঞ্চগড় বাফার গুগাম থেকে ইউরিয়া সার বিতরণ শুরু
সম্প্রতি পঞ্চগড় জেলায় আমন মৌসুমে ইউরিয়া সার সংকট কাটিয়ে আনুষ্ঠানিক ভাবে জেলার বাফার গুগাম থেকে ইউরিয়া সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে বাফার গুদামের হলরুমে আনুষ্ঠানিক ভাবে স্থানীয় ডিলারদের মাঝে ইউরিয়া সার বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়।
এসময় পঞ্চগড় কৃষি অধিদপ্তর কর্মকর্তা উপপরিচালক মোঃ মিজানুর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন।
এদিকে বাফার গুগাম ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান বাদশা জানান, পঞ্চগড় বাফার গুদামে প্রায় ১৫ হাজার ৯৯১ দশমিক ৩.৫ মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে। দ্রুত ভাবে জেলার ৪৭ জন ডিলারকে ২ হাজার মেট্রিক টন ইফরিয়া সার দেওয়া হবে।
সার বিতরণ কার্যক্রম উদ্বোধনে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ আনোয়ার সাদাত স¤্রাট, পুলিশ সুপার মোহাম্মদ ইফসুফ আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন