পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলির ধক্কায় যুবক নিহত
পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলির ধাক্কায় ইউসুফ মৃধা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে হারুন হাওলাদার (৩৯) নামের আরও এক জন।
বুধবার (২৭ জুলাই) সকাল আটটার দিকে ফোরলেন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত ইউসুফ মৃধা উপজেলার চাকামাইয়া ইউপির নিশানবাড়িয়া গ্রামের মৃত কাদের মৃধার ছেলে। তিনি পায়রা বন্দরের ফাষ্ট টার্মিনাল প্রজেক্টের ফর্কলিপ্ট অপারেটর ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে ইউসুফ ও হারুন মোটরসাইকেল যোগে পায়রা বন্দরের দিকে যাচ্ছিলেন। এসময় ফোর লেন সড়কের শেষ ব্রিজের কাছে পৌঁছালে লোন্দা থেকে আসা একটি ট্রলি ওই সড়কে ইউটার্ন করতে গিয়ে তাদের ধাক্কা দেয়। এতে তারা দুইজনই গুরুতর আহত হয়। এবং ইউসুফ’র মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাৎক্ষনিক তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষনা করেন। আর হারুনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে শেবাচিমে প্রেরণ করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রলির চালক পলাতক রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন