পটুয়াখালীর গলাচিপায় মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মহান স্বাধীনতা ও বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে।
রাত ১২:০১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিনের কার্যক্রম শুরু করা হয়। উপজেলা প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সকাল পৌনে ছয়টায় মুক্তিযোদ্ধা চত্বরে পুষ্প স্তাবক অর্পন করেন।
এরপর সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পন শেষে ৮টায় তুরস্ক ফ্রেন্ডসীপ স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার, ভিডিপি, রোভার স্কাউটসদের নিয়ে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া শিশুদের মাঝে পুরস্কার বিতরণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও ইফতার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন