স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন

সিরাজগঞ্জের বেলকুচিতে দলে বিভেদ সৃষ্টি করছেন এমপি

সিরাজগঞ্জ বেলকুচিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বেলকুচি পৌরসভা কার্যালয়ে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতা দিবসে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত বক্তারা সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনের এমপির উদ্দেশ্যে বলেন, ২৬ মার্চ সারাদেশে জাতীয় প্রোগ্রামে স্থানীয় এমপি উপজেলা প্রশাসনের সাথে অংশগ্রহণ করে অভিবাদন গ্রহণ করলেও বেলকুচিতে এই প্রথম এমপি রাষ্ট্রের মূল প্রোগ্রামে নেই।

তিনি দলে বিভেদ সৃষ্টি করছেন এবং বেলকুচি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের অনুষ্ঠানে এমপির হটকারি বক্তব্যের কড়া সমালোচনা করেন।

এসময় স্থানীয় সরকার বিভাগের চেয়ারম্যানগণ এমপির উদ্দেশ্যে বলেন, মাঠ পর্যায়ে উন্নয়নের মূল চালিকাশক্তি আমরা। আমরা দলীয় প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধি কিন্তু স্থানীয় এমপি সরকারি বরাদ্দ আনছেন কি করছেন আমরা কিছুই জানিনা।

স্বাধীনতা দিবসের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা সভাপতির বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা দিবসে সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে। দেশের যে দিকেই দৃষ্টিপাত করা যায় শুধুই উন্নয়নের চিত্র। দেশের মানুষ যা কল্পনাই করতে পারেনি তারও বাস্তবায়ন করছে জননেত্রী শেখ হাসিনা সরকার। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধারেখে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত করার লক্ষ্যে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

বেলকুচি আ.লীগের সাবেক ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদকের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা সোলেমান হোসেন, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান আলী প্রামাণিক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ চাঁন মোহাম্মদ প্রমূখ।