পটুয়াখালী পায়রা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে।

পটুয়াখালীর কলাপাড়া উপকূলীয় এলাকায় গত সোমবার মধ্য রাত থেকে ঝড়ো হাওয়ার সাথে থেমে থেমে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উপকূলীয় এ এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পায়রা বন্দর সমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এছাড়া আজো বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে গত তিনদিন ধরে টানা বর্ষনে নিন্মাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে আমনের বীজ তলায় পানি জমে যাওয়ায় দুশ্চিন্তায় পরেছেন প্রান্তিক চাষিরা।
বৃষ্টির ধারা অব্যাহত থাকলে মৌসুমি চাষিদেরও সবজির ক্ষেতে ব্যপক ক্ষতির সম্ভবনার কথা জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

এছাড়া বৈরি আবহাওয়ায় সাগরে ফিরতে না পারায় আলীপুর ও মহিপুর মৎস্য বন্দর ঘাটে শত শত মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রায়ে নোঙর করে রেখেছেন জেলেরা।

আবহাওয়া অনুকূলে থাকলে ২২ দিনের নিশেধাজ্ঞার আগে ৩ অক্টোবর মধ্যরাত পর্যন্ত সমুদ্রে মাছ শিকার করবে মৎস্য শিকারিরা।